November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 7:16 pm

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নভেম্বরে অর্ধশত ছাড়াল

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের সকলেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে দেশে মারা গেছেন মোট ৩৩১ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩ হাজার ৮৫৮ জন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

অধিদপ্তরের তথ্যমতে, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি বিশেষভাবে মারাত্মক আকার ধারণ করেছে। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন রোগী। কিন্তু অক্টোবরেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে, যা এক মাসের মধ্যে ৪২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএনবাংলা/