November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 7:46 pm

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

 

দেশে মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০০ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯ জন। এছাড়া বরিশালে ১৩১ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৫১ জন এবং রংপুরে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একই সময়ে সারাদেশে ৫০৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৩৯ হাজার ৮১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬১ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল আরও বেশি—সে বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএনবাংলা/