October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 5:04 pm

ডেঙ্গুতে একদিনে বরিশালে ৩ মৃত্যু, হাসপাতালে ৫৫৬

 

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের আজকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৩৭ জন। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং রংপুর ও সিলেট বিভাগে তিনজন করে ভর্তি হয়েছেন।

গত এক দিনে সারাদেশে মোট ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

২৪ ঘণ্টায় যেসব রোগী মারা গেছেন তারা সবাই পুরুষ এবং বরিশাল বিভাগের বাসিন্দা।

এ নিয়ে এ বছরের শুরু থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৯৮ জনের।

এনএনবাংলা/