ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন তারা। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ১৫২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন।
এনএনবাংলা/
আরও পড়ুন
আ. লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৯ নেতাকর্মী গ্রেপ্তার
ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে পেটেন্ট পেল বাংলাদেশের কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’