চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯০০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৮১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর ৩ হাজার ৭৯৪ জনসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।
চলতি মাসে সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৬৩ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
—-ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার