এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১১৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরও ৩২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের এবং বাকি তিনজন ঢাকার বাইরের।
ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১০৯ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৯ জন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৯৫২ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: নজরুল ইসলাম খান
জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের দাপট, আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশের সিদ্ধান্ত