এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৬৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরও ৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ৫১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৪১ জন ঢাকা বিভাগের এবং বাকি ১০ জন ঢাকার বাইরের।
ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৩৯ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৪০ জন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৩৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
গোপালগঞ্জে চলছে কারফিউ, সহিংসতায় তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং