October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 6:37 pm

ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৬২ জন

 

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন রোগী।

বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত দুইজনের একজন খুলনা বিভাগের এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে ২৫৯ জন নারী এবং ৫০৩ জন পুরুষ। বিভাগভিত্তিক হিসাবে সর্বাধিক ১৭০ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১২৯ জন, চট্টগ্রামে ৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০০ জন, উত্তর সিটিতে ১৬০ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে (১ জানুয়ারি) এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৫ জনের মৃত্যু এবং ৫২ হাজার ৩৬৭ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন, আগস্টে ১০,৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫,৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এদিকে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়— জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ জন ডেঙ্গুতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়, তবে সংক্রমণ রোধে মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসন ও জনগণের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনএনবাংলা/