January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 7th, 2021, 8:33 pm

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২০৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ১৯৪ ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৯৭ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৫৮ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারী থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৩১৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৩ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।