January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 7:57 pm

‘ডেটিং উইথ ইয়োগা’ নিয়ে ব্যস্ত বুবলী

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শুধু কাজ নয়, পর্দায় নিজের সৌন্দর্য তুলে ধরতে তার চেষ্টা প্রশংসা কুড়িয়েছে। নিজেকে ফিট রাখতে তার চেষ্টার কমতি নেই। ডায়েটের পাশাপাশি তিনি নিয়মিত যোগব্যায়াম করেন। শুধু তাই নয়, নিজের যোগব্যায়ামের ছবি তিনি প্রায়ই ফেইসবুকে পোস্ট দেন। তেমনই কয়েকটি ছবি বৃহস্পতিবার সকালে ফেইসবুকে পোস্ট করলে ছবিগুলো নেটিজেনদের নজর কাড়ে। ছবিতে দেখা যায়, কালো পোশাকে যোগাসনে বসে আছেন বুবলী। বিভিন্ন ভঙ্গিতে তিনি শরীরচর্চা করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ডেটিং উইথ ইয়োগা।’ বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ৪০টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। মন প্রফুল্ল রাখতে এবং ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা যোগব্যায়াম করেন তিনি। বুবলী অভিনীত সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়। গত ১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান। এ ছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।