অনলাইন ডেস্ক :
ডেনমার্কের কোপেনহেগেনের ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। এটি রাজধানীর সবচেয়ে প্রতীকী ভবনগুলোর মধ্যে অন্যতম। আগুনে ভবনটির চূড়া পুড়ে ছাদের ওপর ধসে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। স্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে লোকজনদের ভবনটি থেকে দূরে ছুটতে দেখা গেছে।
এ সময় তাদের হাতে বড় বড় পেইন্টিং ছিল। ঐতিহাসিক এই ভবনের চূড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল। সংস্কার করার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স জানিয়েছে, ‘আমরা একটি ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে।’ কোপেনহেগেন পুলিশ জনসাধারণকে শহরের ভিতরের গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম