January 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 1st, 2021, 9:54 pm

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আমিনুর রহমান চৌধুরী টিকু মারা গেছেন। বুধবার (১লা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুর রহমান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলাবাগান থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার মানিকদাহ গ্রামে। আমিনুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।