পাবনার পাথরতলা এলাকায় নিজ বাড়ি থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রলয় চাকীর ছেলে, সংগীতপরিচালক সানী চাকী জানান, সকাল আটটার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে তার বাবার খোঁজ নেন। কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আটকের কারণ জানতে চাইলে পুলিশ সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করেনি, তবে বলা হয়েছে এটি ডেভিল হান্ট-২ অপারেশনের অংশ।
সানী চাকী আরও বলেন, তার বাবা শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ ও কর্ণিয়ার রোগে ভুগছেন। সানী অভিযোগ করেছেন, “অযথা হয়রানি করা হচ্ছে। তার নামে কোনো মামলা নেই। সরকার পরিবর্তনের পরও তিনি বাড়িতেই ছিলেন।”
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “সারাদেশে ডেভিল হান্ট-২ অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রলয় চাকী ও তার ভাই মলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এ গান করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া তারা বিটিভির বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানে গান গেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি; মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের
দুই নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
দূতাবাসগুলোকে নিরাপত্তার আশ্বাস অন্তর্বর্তী সরকারের