অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ-২-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় সারা দেশে ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৬১৬ আসামিকেও আটক করা হয়।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে তিনটি অবৈধ এলজি, একটি দেশীয় ওয়ান শুটার গান, আট রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ এবং দুটি বার্মিজ চাকু।
এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, গত শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৯০৭ জন আসামিকে আটক করা হয়েছিল।
পুলিশ জানায়, দেশজুড়ে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান অব্যাহত থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
ডেভিল হান্টে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রলয় চাকী আটক
সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক