রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকার সুতা কারখানায় লাগা আগুন দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে টিনশেড পাটের সুতার কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
আজও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
আবারও ‘আগা খান’ পুরস্কার অর্জনে মেরিনা তাবাশ্যুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন