January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 14th, 2022, 9:25 pm

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে পেসার শহিদুল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশে ক্রিকেটার শহিদুল ইসলাম। সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হলো ২৭ বছর বয়সী এই পেসারকে।

আইসিসি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ধারা ভঙ্গ করেছেন শহিদুল। গত ২৮ মে তিনি দায় স্বীকার করেন। তাই তার নিষেধাজ্ঞা কার্যকর হবে সেদিন থেকেই। শাস্তির মেয়াদও তিনি মেনে নিয়েছেন। আগামী ২৮ মার্চ আবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

বাংলাদেশের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলে ছিলেন শহিদুল। কিন্তু তাকে দলের সঙ্গে পাঠানো হয়নি। তখন বলা হয়েছিল, চোটের কারণে যেতে পারছেন না এই পেসার।

বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শহিদুল। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলের সঙ্গে বা আশেপাশে আছেন তিনি বেশ কিছু দিন ধরেই। এই বছরের শুরুতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সফরের দলেও ছিলেন তিনি।

সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে।