অনলাইন ডেস্ক :
‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে একই সঙ্গে কাজ করতে যাচ্ছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, আবদুন নূর সজল এবং অভিনেত্রী মাহিয়া মাহি। আগামী ২ নভেম্বর থেকে ফিল্মটির শুট শুরু হচ্ছে। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত নিশ্চিত করে ওয়েব ফিল্মটির নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘এরই মধ্যে সবাই চুক্তিবদ্ধ হয়েছেন। মোশাররফ করিমকে ড্রাইভারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, আর মাহিকে দেখা যাবে যাত্রী হিসেবে; বাকিটা এখন বলা যাবে না।’ ‘ড্রাইভার’ সামাজিক ড্রামানির্ভর ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে অভিনেতা আবদুন নূর সজলের ভাষ্য বলেন, ‘খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। চমৎকার গল্প। আশা করছি, সবাই পছন্দ করবেন।’ কুইট অব সেট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে বায়স্কোপে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত