জুলাই গণঅভ্যুত্থান -এর বর্ষপূর্তি উপলক্ষে হাতিরঝিলে আয়োজন করা হয়েছে বিশেষ ড্রোন শো। এই উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ শীর্ষক আয়োজনে সন্ধ্যার পর থেকে শুরু হবে আকর্ষণীয় এ ড্রোন প্রদর্শনী।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ড্রোন শো চলাকালে হাতিরঝিল এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। জননিরাপত্তা ও যানজট এড়াতে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

হাতিরঝিল/ ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়ে যারা গুলশান, বারিধারা, নিকেতন, মহাখালী, আড়ং, রামপুরা বা বনশ্রীমুখী যানবাহন ব্যবহার করবেন, তারা রেইনবো ক্রসিং থেকে সাতরাস্তা, লাভ রোড, তিব্বত ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবেন।
এ ছাড়া গুলশান থেকে বের হওয়া যানবাহনগুলো পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল পার হয়ে রেইনবো ক্রসিং ব্যবহার করে গন্তব্যে যেতে পারবে।
ডিএমপি জানিয়েছে, ড্রোন শো শেষ হওয়ার পর হাতিরঝিলে যান চলাচল স্বাভাবিক করা হবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের নিষেধাজ্ঞা
গণঅভ্যুত্থানের সংঘর্ষের খবর প্রচার করায় বন্ধ করে দেওয়া হয়েছিল ৪ টিভি চ্যানেল
কবরীকে নিয়ে ৩ দিনব্যাপী উৎসব