December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 6th, 2024, 12:14 pm

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান নাহিদ।

মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ড. ইউনূসকে নেতৃত্বে রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা।

নাহিদ জোর গলায় বলেন, ‘আমরা আজ সকালের মধ্যে এই প্রক্রিয়ার শুরু দেখতে চাই।’

নাহিদ জানান, ড. ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের কথা হয়েছে। তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে সম্মত হয়েছেন।

ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মধ্যে সোমবার শেখ হাসিনার পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।

—–ইউএনবি