April 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 29th, 2025, 11:58 pm

ড. ইউনূসের সঙ্গে বৈঠক চান মিয়ানমারের জান্তা প্রধান

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিমসটেকের আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং। এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চান। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও জান্তা প্রধান বৈঠক করতে চান বলে বিষয়টি সম্পর্কে অবগত অন্তত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

২০২১ সালে দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের মাঝে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বিরল সফর করছেন তিনি।

পশ্চিমা বিশ্বের ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন মিন অং হ্লেইং। একই সঙ্গে আসিয়ানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার দায়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের শীর্ষ সম্মেলনেও অংশ নিতে নিষেধ করা হয়েছে তাকে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে একাধিক সূত্র বলেছে, আগামী ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক জোটের বেশির ভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন মিন অং হ্লেইং। যেখানে মিয়ানমারের প্রতিনিধি দল জোটের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জান্তা প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে চায়।

একাধিক সূত্র বলেছে, মিয়ানমারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের অনুরোধ করেছেন, তার মধ্যে রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক অন্যতম।

মিয়ানমারের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘‘তারা বৈঠকের জন্য অনুরোধ করছেন।’’

ভারত সরকারের একটি সূত্র বলেছে, মিয়ানমারের কর্মকর্তারা জান্তা প্রধান ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চেয়ে নয়াদিল্লিকে ‘‘প্রস্তাব’’ দিয়েছেন। তবে এই বৈঠকের বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মিয়ানমারের জান্তা প্রধান বিমসটেকের সম্মেলনে অংশ নিচ্ছেন কি না, রয়টার্সের এমন প্রশ্নের জবাবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমসটেকের সদস্য দেশগুলোর সকল নেতা বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।