অভিষেক-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে তলোয়ার হাতে ডোনাল্ড ট্রাম্প ছবি: এএফপি
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক–সংশ্লিষ্ট একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির ওয়াল্ডার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে সামরিক তলোয়ার দিয়ে একটি বড় কেক কাটেন ট্রাম্প।
তরবারি দিয়ে কেক কাটছেন ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স
অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছিলেন। ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টও তরবারি দিয়ে কেক কাটেন।
ট্রাম্প যে কেকটি কাটেন, সেটিতে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের নতুন নকশা ছিল।
কেক কাটার পর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ট্রাম্প বলেন, কেউ কেক নিতে চান কি না।
অনুষ্ঠানে আবহসঙ্গীত শুরু হলে ট্রাম্প তাঁর হাতে থাকা তলোয়ার নিয়ে তালে তালে নাচতে শুরু করেন।
ট্রাম্প যে কেকটি কাটেন, সেটিতে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের নতুন নকশা ছিল ছবি: এএফপি
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তরবারি দিয়ে কেক কাটার সময় রসিকতা করেন। তিনি বলেন, এই দৃশ্য দেখে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস খুবই ঘাবড়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ট্রাম্প ও মেলানিয়া নাচ করেন। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে নাচলেন।
অনুষ্ঠানে ট্রাম্প ও মেলানিয়া নাচ করেন ছবি: এএফপি
গতকাল সোমবার যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
আরও পড়ুন
আরও ৯ শুল্ক স্টেশন দিয়ে তিন দেশের আলু আমদানির অনুমতি
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে সিগারেটের দাম সে হারে বাড়েনি