October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 8:25 pm

ঢাকাগামী ৯টি ফ্লাইট গেল চট্টগ্রাম ও সিলেটে : শাহজালাল বিমানবন্দরে আগুন

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ কারণে ঢাকাগামী নয়টি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পেরে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে নামতে বাধ্য হয়। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করেছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সেখানে অবতরণ করা আটটি ফ্লাইটের মধ্যে দুটি ছিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট। বাকি ছয়টি আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ—এর একটি ব্যাংকক থেকে এবং আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় আসার পথে ছিল। অবশিষ্ট চারটি ফ্লাইটও আন্তর্জাতিক গন্তব্য থেকে ঢাকায় আসছিল। শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর সবগুলো ফ্লাইটকে বিকল্পভাবে চট্টগ্রামে নামানো হয়।

অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর কর্তৃপক্ষ শাহজালালে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। ফলে ঢাকামুখী ফ্লাইটগুলোকে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, শনিবার বিকেল ৩টা ৩১ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেট বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, শাহজালালে অবতরণ করতে না পারায় উড়োজাহাজটি সিলেটে নেমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বিমানবন্দর সূত্র জানায়, একই সময়ে ঢাকা থেকে নভো এয়ারের একটি ফ্লাইট বিকেল ৩টা ১২ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। উড়োজাহাজটি সাড়ে ৩টায় ঢাকায় ফেরার কথা থাকলেও কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সেটি সিলেট ত্যাগ করেনি। তবে এ ছাড়া সিলেট থেকে ঢাকাগামী অন্য কোনো ফ্লাইট বাতিল হয়নি।

এনএনবাংলা/