আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় এক যুবলীগ কর্মীর কাছ থেকে একটি সচল রিভলভারও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদার (২৫)-এর কাছ থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাও এলাকার দোকানবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতভর ঢাকা জেলার সাতটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, রাব্বী সরদার দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় বিভিন্ন মিছিলে অগ্রভাগে ছিলেন এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতেন। তার মোবাইল ফোন থেকে দেশ-বিদেশে অবস্থানরত কিছু ‘ফ্যাসিস্ট সংগঠনের’ সঙ্গে যোগাযোগের তথ্যও মিলেছে বলে দাবি পুলিশের।
এসপি আনিসুজ্জামান বলেন, “গ্রেফতার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী। তারা বিক্ষোভের প্রস্তুতিকালে আটক হয়েছেন। নাশকতার আশঙ্কায় অভিযান চালানো হয়, এবং আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের গ্রেফতার করা হবে।”
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিরুল রহমান, যুবলীগ নেতা রুহুল আমিন, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের মন্টু, ঢাকা জেলা তাতী লীগের সভাপতি রমজান আলী, দোহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
থানা অনুযায়ী গ্রেফতার সংখ্যা সাভার ৪ জন, আশুলিয়া ৩ জন, ধামরাই ১ জন, কেরাণীগঞ্জ মডেল ৬ জন, দক্ষিণ কেরাণীগঞ্জ ৮ জন,
নবাবগঞ্জ ৭ জন, দোহার ২ জন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান অব্যাহত থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিচারপতি সোমা সাইদ
১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রে ফেডারেল শাটডাউনে বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল