January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 20th, 2024, 7:46 pm

ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে শনিবার ঢাকায় আসছেন।

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় বিষয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা বিষয়টি আলোচনায় আসতে পারে।

জাতীয় নির্বাচনের আগে আফরিন বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

—-ইউএনবি