November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 8:41 pm

ঢাকায় আ. লীগের ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩ হাজার: ডিএমপি

 

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিয়মিতভাবে ঢাকায় ঝটিকা মিছিল করছে। এসব মিছিল থেকে মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চলতি বছরের আজ পর্যন্ত প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই যারা সরাসরি ঝটিকা মিছিলে অংশ নিয়েছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।”

ডিসি তালেবুর রহমান জানান, অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশ নিচ্ছে। তাদের মধ্যে অনেকে আর্থিকভাবে প্রণোদিত হয়ে অংশ নিচ্ছে।

“আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি, ঢাকার বাইরে থেকে আসা-যাওয়ার খরচ, থাকা-খাওয়ার পাশাপাশি অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। যারা এই অর্থায়ন করছে, তাদেরও আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।

ডিএমপির এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে।

“অনেককেই ককটেলসহ হাতেনাতে ধরা হয়েছে। এসব ককটেল খুবই বিপজ্জনকভাবে তৈরি। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি,” বলেন তিনি।

ডিসি তালেবুর রহমান বলেন, “এটা গণগ্রেপ্তার নয়। আমরা তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করছি। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে, শুধু তাদেরই মামলায় পাঠানো হচ্ছে।”

রাজধানীতে রাজনৈতিক তৎপরতা বাড়লেও ডিএমপি বলছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। “যেকোনো অপতৎপরতা রোধে ঢাকা মহানগর পুলিশের সক্ষমতা রয়েছে,” বলেন ডিসি তালেবুর রহমান।

এনএনবাংলা/