রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। সকালে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের একাংশও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় রাস্তায় পানি জমে থাকায় যানজটও দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে টানা দুই দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অপরটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় মোট ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
দেশে আইসিইউতে ৪১% রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
গ্রামীণফোনে ভারতীয়দের আধিপত্যের অভিযোগ: ১৩ বছরে ছাঁটাই ৩,৩৬০ বাংলাদেশি কর্মী