গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা; এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটির ও তিনজন দক্ষিণ সিটির।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫২,৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩০ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮২ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১১৬ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৮ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪০ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৩ জন, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন।
এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৫০,২০৯। আক্রান্তদের মধ্যে ৬৭.৭০ শতাংশ পুরুষ এবং ৩২.৩০ শতাংশ নারী।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি