রাজধানীর হাজারীবাগের কালীনগর এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) উদ্ধার করা লাশ দুটি জেসমিন আক্তার (৪৪) ও তার ছোট বোন নাসরিন আক্তার (৩৫) এর বলে জানা গেছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই নাজির হোসেন বলেন, তার দুই বোন মানসিক সমস্যায় ভুগছিলেন।
বড় বোন জেসমিনকে হত্যার পর নাসরিন আত্মহত্যা করে বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা তাদের কক্ষে প্রবেশ করলে জেসমিনের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে এবং নাসরিনকে আহত অবস্থায় জীবিত অবস্থায় দেখতে পান।
তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
তারা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে জানা যাবে বলে জানান এসআই শাওন কুমার।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি