ঢাকায় বসছে জাতীয় খেলা কাবাডির বড় আসর। নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
প্রাথমিকভাবে এই টুর্নামেন্টটি ৩ থেকে ১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত হওয়ার পর আয়োজক হিসেবে দায়িত্ব নিল বাংলাদেশ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ভারতের অনুপস্থিতিতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনই বাংলাদেশকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়।
১৪টি দেশের অংশগ্রহণে আয়োজন করা এই আসরের জন্য ফেডারেশন প্রায় ১০ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৫ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত হয়েছে। বাকি অর্থ সংগৃহীত হবে স্পন্সরের মাধ্যমে।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন অংশগ্রহণকারী দলগুলোর বিমান ভাড়া বহন করলেও ঢাকা পৌঁছানোর পর থেকে সব খরচ বহন করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সোহাগ জানিয়েছেন, “আমরা সংরক্ষিত তহবিল ব্যবহার না করে স্পন্সরশিপ বৃদ্ধি করে আয় বাড়ানোর পরিকল্পনা করেছি।”
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, “বিশ্বকাপের আলাদা মর্যাদা রয়েছে। তাই আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে।”
মিরপুর ইনডোর স্টেডিয়াম বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যবহার হলেও, টুর্নামেন্ট শুরুর আগে দলগুলো এখানে অনুশীলন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।
২০১২ সালের পর আবার আয়োজন করা হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। স্ট্যান্ডবাই হিসেবে আছে পাকিস্তান ও পোল্যান্ড।
ফেডারেশন জানিয়েছে, অংশগ্রহণকারী দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সম্ভাবনা বেশি। টুর্নামেন্ট শুরুর দুই-তিন দিন আগে ড্র অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
এইচএসসিতে ফেল করেছেন মারুফা, ভালো ফল মারুফ-বর্ষণের
বিএসজেসি কার্যালয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান
দুর্নীতির অভিযোগের মধ্যেই সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার