October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 5:49 pm

ঢাকায় মিছিলের আগমুহূর্তে আ.লীগের ২৪৪ নেতাকর্মী আটক

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকার ফার্মগেট ও শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ। এ সময় বিপুল ককটেল ও ব্যানার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। বিকেলে এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মিছিলের ব্যানারও জব্দ করা হয়েছে। ডিএমপির ধারাবাহিক অভিযান আগে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীকে বলতে চাই আপনাদের আশপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারবো।

‎গ্রেপ্তারকৃতরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেপ্তার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে এসেছে।

‎দুর্গাপূজা উপলক্ষে এমন মিছিল কি না জানতে চাইলে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে এমন মিছিলে তথ্য নেই। আসলে নির্বাচনকে সামনে রেখে নতুন করে তারা সক্রিয় হচ্ছে।

এনএনবাংলা/