October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 3:12 pm

ঢাকায় শায়েরি সন্ধ্যা

 

সম্প্রতি ঢাকার গুলশানে অনুষ্ঠিত হলো ‘ইনফিনিট ওয়ার্ডস : সেলেব্রিটিং শায়েরি’ শিরোনামের এক শায়েরি সন্ধ্যা। অনুষ্ঠানে শায়েরি পাঠ করেন ফারহান আবিদ ও এহসান সামাদ।

আজব কারখানার এই অভিনব আয়োজনের এটা ছিল দ্বিতীয় পর্ব। গুলশানের সুগারপাফস ক্যাফেতে এই আয়োজনে মিলিত হন শহরের সব শায়েরিপ্রেমী।

আয়োজনে বাংলার পাশাপাশি উর্দু, হিন্দি ও পাঞ্জাবি ভাষায় শায়েরি শোনান দুই শিল্পী। যেখানে ছিল মির্জা গালিব, জন এলিয়া, মীর ত্বকী মীর ও অন্যান্য কবির শায়েরি।

প্রথম পর্বে ছিল শায়েরি আর দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা। শ্রোতাদের দারুণ সাড়া এমন অন্যরকম আয়োজন আরো বাড়াবে বলেই প্রত্যাশা করছে আজব কারখানা।

এনএনবাংলা/