Wednesday, December 31st, 2025, 9:10 pm

ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার

ছবি: চিফ অ্যাডভাইজর প্রেস উইং

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

সফরকালে তাঁরা পৃথকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিজ নিজ সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনার বার্তা পৌঁছে দেন তাঁরা।

তবে শোকানুষ্ঠানের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সংক্ষিপ্ত এই সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ পায়।

খালেদা জিয়ার প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও যে শোক ও সহমর্মিতা রয়েছে, ঢাকায় দুই প্রতিবেশী দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এনএনবাংলা/আরএম