October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 1st, 2023, 8:55 pm

ঢাকায় সবার জন্য উন্মুক্ত হবে বিশ্বকাপ ট্রফি

অনলাইন ডেস্ক :

ক্রিকেটকে ছড়িয়ে দিতে, এর জনপ্রিয়তা বাড়াতেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে আইসিসি। এর অংশ হিসেবে বাংলাদেশেও আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আগামী ৭ আগস্ট ট্রফি আসবে, আর ফেরত যাবে ৯ আগস্ট। এই দুই দিনের সংক্ষিপ্ত ট্যুরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে ট্রফি। সে জন্য বিসিবি বেছে নিয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সকে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা কোনো একটা পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য এটা (বিশ্বকাপ ট্রফি) রাখব।

এর বাইরে আমাদের বোর্ড এবং ক্রিকেটাররা যারা আছেন, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হন তাদেরকেও দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই মিডিয়াও এতে যুক্ত থাকবে। ’তিনি আরো বলেন, ‘আমরা বেশির ভাগ সময় চেষ্টা করব যাতে সাধারণ মানুষ ট্রফিটা দেখতে পারেন। আমরা দুটি শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলেই (বসুন্ধরা সিটি) আমাদের পরিকল্পনায় আছে। অবশ্যই ক্রিকেট বোর্ডে আনা হবে (ট্রফি)। খেলোয়াড়দের এবং আপনাদের (মিডিয়া) জন্য দেখার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের জাতীয় দলের সাথেও পরিকল্পনা রয়েছে ফটোসেশনের।’