রাজধানীর জুরাইন রেললাইন এলাকার একটি বাসা থেকে শনিবার ৫৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- কিশোরগঞ্জের নিকলীর জয়নাল আবেদীনের ছেলে আবুল কাশেম (৩৫), আব্দুল কাদেরের ছেলে ফজলে রাব্বী (২৭) ও আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন (৩০)।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আরিফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাত ১টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার আয়নাল নামে এক ব্যক্তি তাদের বোমা তৈরির নির্দেশ দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা বলেন- একটি দুষ্কৃতকারী মহল ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫