September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 6th, 2025, 3:49 pm

ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে: সৈয়দা রিজওয়ানা হাসান

 

ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে, জলাধার পুনরুদ্ধারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, ঢাকার খালগুলো উদ্ধারে যে কাজ শুরু হয়েছে; তার সুফল পাচ্ছে ঢাকাবাসী। বিগত বছরগুলোর চেয়ে এবারে ভরা বর্ষা মৌসুমেও ঢাকার জলাবদ্ধতা কম ছিল। আমরা ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার ৪০টি পুকুর পুনরুদ্ধারের জন্য অর্থ বরাদ্দ দিয়েছি।

আজ শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম (ইউডিজেএফবি) আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ এবং বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যখন জনগণের সচেতন থাকে, একতাবদ্ধ থাকে তাহলে জলাধার রক্ষা কঠিন কিছু নয়। আমরা দেখেছি, ভোলাগঞ্জের পাথর চুরির বিরুদ্ধে জনগণের একতাবদ্ধের কারনেই আমরা তা ঠেকাতে পেরেছিলাম। মূল্যবোধের জায়গায় আমরা কাজ করছি। কিন্তু, লিগ্যাসিতে আমরা পিছিয়ে আছি।

তিনি আরও বলেন, আমি আমার সময়ে এখন পর্যন্ত কোনো বনভূমি কাটবার অনুমতি দেইনি। অনেক জায়গায় আগের সরকার বন কাটার অনুমতি দিয়ে গেছে।

উপদেষ্টা ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিষয়ে বলেন, ড্যাপে সাধারণ জলাশয় বলে কিছু থাকবে না। জলাশয় মানেই জলাশয়। আমরা ড্যাপ সংশোধন করে জলাশয়ে কোনো প্রকারভেদ রাখিনি এবং কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। আমরা হাওর সুরক্ষা আদেশ চূড়ান্ত করলাম। হাওরের মধ্যে হাউজবোট কীভাবে চলবে, কৃষি কাজ কিভাবে হবে সে বিষয়ে নির্দেশনা রয়েছে।

আলোচনা অনুষ্ঠান শেষে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেন অতিথিরা। এবারে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে ৫টি ক্যাটাগরিতে ৬ জন সংবাদকর্মীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এনএনবাংলা/