ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে৷
জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলার ও পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য আমরা নিয়োগ দিয়েছি৷ বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন৷ এগুলো সব নতুন নিয়োগ৷
এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ৷ পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত৷ এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে৷’
তিনি বলেন, ‘আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়৷ কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে৷ ঢাকায় মব জাস্টিস কমলেও আশেপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে৷ আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়৷’
১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কি-না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি-না আমি জানি না। কিন্তু আমাদের ক্ষেত্রে নির্দেশনা হলো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কি-না সে বিষয়ে খেয়াল রাখা৷’
মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছে, এই ঘটনায় চেয়ারম্যান এর সম্পৃক্ততা নেই৷ তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয় কোর্টকে জিজ্ঞাসা করেন৷ পুলিশের এরেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দিবে৷ কোর্ট কারো কথা শোনে না৷ তারা তো স্বাধীন৷’
তিনি বলেন, ‘আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়৷ যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না৷ আমরা সবসময় চুনোপুটিগুলো ধরি৷ বড় রুইমাছ সব সময় ছাড়া পেয়ে যায়৷ বড় একটা ধরা পড়ছে এখন আপনারা সবাই লেগে গেছেন৷ চুনাপুটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না৷ সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন না৷ আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ৷’
এনএনবাংলা/
আরও পড়ুন
জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রেস্টুরেন্টের নামে ৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা