অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর খেলতে আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি এখন বাংলাদেশে। তিনি খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দুই দিনের খেলা শেষে রোববার (৮ জানুয়ারী) বিপিএলে বিরতি। আজ সোমবার থেকে ফের শুরু হবে খেলা। ছুটির দিনে মোহাম্মদ নবি তাই বেরিয়ে পড়লেন ঢাকার রাস্তায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে রিকশায় ঢাকার রাস্তায় দেখা গেল আফগান অল-রাউন্ডারকে। ইমরুল সেই ছবি আবার সোশ্যাল সাইটে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল ঢাকা।’ এই রিপোর্ট লেখা পর্যন্ত ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ৭৫ হাজারের বেশি। কমেন্টবক্সে সবাই দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে হেরে এবারের বিপিএল শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ নবি। বল হাতে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতেও ৫ রানের বেশি করতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ সোমবার দুপুর দেড়টায়। প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা