ঢাকাসহ দেশের ৫টি বিভাগে অনেক জায়গায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বৃষ্টিপাতের এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
রোববার (১৩ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দুপুর আড়াইটার পর থেকে রাতের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরমধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহীতে রাত ১০টার মধ্যে হানা দিতে পারে বৃষ্টি। চট্রগ্রাম বিভাগে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনীতে বৃষ্টি হতে পারে দুপুর ৩টার পর থেকে রাত ৯টার মধ্যে।
এ ছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার অনেক জায়গায় সন্ধ্যা থেকে এবং নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার অনেক জায়গায় রাত ১০টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের দুই মামলা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল
গডফাদারদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা