January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 5:22 pm

ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন।

বুধবার দুপুর পৌনে ২ টার দিকে মানিকগঞ্জের মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) আলমগীর হোসেন বলেন, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে রেপার্ড করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক আছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে।

—ইউএনবি