January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 20th, 2023, 9:49 pm

ঢাকা-আরিচা মহাসড়ক সড়কে তীব্র যানজট, নাকাল ঈদযাত্রীরা

ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক, নবীনগর ও চন্দ্রা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

ফলে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যাজনটের সৃষ্টি হয়েছে।

একদিকে তীব্র যানজট অপরদিকে প্রচন্ড গরমে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

জানা জায়, সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় হাজারের বেশী তৈরি পোশাক কারখানা রয়েছে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের বসবাস এই দুই উপজেলায়।

এছাড়া মানুষ বসবাসের সংখ্যা প্রায় কয়েক লক্ষ যার বেশির ভাগই পোশাক শ্রমিক।

গত কয়েকদিনে বেশ কিছু পোশাক কারখানা ছুটি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মানুষ সকাল থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটছেন।

এই সুযোগে অনেক বাস মালিক বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।

তবে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার খবর পেয়ে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এছাড়া যানজট এড়াতে মহাসড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।

এদিকে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি ভালো আছে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজট দেখা মাত্রই কাজ করছেন।

এছাড়া কোনো বাস মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি