Friday, May 6th, 2022, 8:34 pm

ঢাকা-আড়াইহাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ব্রাহ্মন্দি এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলা সদরের শিলমান্দী এলাকার লাদেন (১৮) ও পুলিশ লাইন সংলগ্ন প্রতাপ এলাকার রিয়াদ (২০)। তারা দুইজন বন্ধু ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, বিকেলে দুই বন্ধু নরসিংদি থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকাল ৫টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ব্রাহ্মন্দি এলাকায় গিয়ে তারা সাদা রঙের একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন। এসময় প্রাইভেটকারটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে দুই যুবক প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জানান, এঘটনায় প্রাইভেটকার ও চালক মঞ্জুকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দুই যুবকের লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

—ইউএনবি