ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিগগিরই নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ঢাকা ওয়াসা। সে পর্যন্ত প্রতিষ্ঠানটির বর্তমান জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
২০০৯ সালের অক্টোবরে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান।
সর্বশেষ ২০২৩ সালের ১৪ অক্টোবর তার মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না: ভোক্তার ডিজি
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
পাঁচ বছর বিরতির পর জাহাজ রপ্তানিতে ফিরলো ওয়েস্টার্ন মেরিন