ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ড. সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
সোমবার (১০ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবীর পল্লব।
তিনি বলেন, হাইকোর্ট চূড়ান্ত শুনানি করে ইয়াজদানিকে বরখাস্ত করে ওয়াসা বোর্ডের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।
এর আগে ২০২৩ সালের ২২ জুন ইয়াজদানিকে ঢাকা ওয়াসা বোর্ডের ৩০৫তম সভায় বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এরপর ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন ইয়াজদানি। পরে রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ জুলাই কেন ইয়াজদানিকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে সোমবার রায় দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ মে ড. গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে ডিএমডি (মানবসম্পদ ও প্রশাসন) পদে নিয়োগ দেয় ওয়াসা বোর্ড। প্রচলিত রীতি অনুযায়ী একজন ডিএমডির ৩ বছর দায়িত্ব পালন করে থাকেন। সে অনুযায়ী ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
প্রথম যাত্রায় খুলনার ৫৫৩ যাত্রী খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু