January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 5th, 2022, 8:43 pm

ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু

ফাইল ছবি

ঢাকা মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকাল থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রক্ষণাবেক্ষণের কারণে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাইসহ বিভিন্ন এলাকায় ৩ মে (ঈদের দিন) রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শহরের কিছু এলাকা যেমন গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে একই সময়ে গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে।
এদিকে বাংলাদেশের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের জন্য দুটি উচ্চ-চাপ পাইপলাইনে গ্যাস সরবরাহ ৩ মে রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করবে প্রতিষ্ঠানটি।

—ইউএনবি