Sunday, November 9th, 2025, 5:24 pm

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’, সাড়া মেলেনি সিটি কলেজের

 

রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাকে থামাতে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘শান্তিচুক্তি’। তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিল সিটি কলেজের শিক্ষার্থীরা।

ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ—এর শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে সংঘাত রোধে উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানা।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠান। দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মৌখিকভাবে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।

ওসি মাহফুজুল হক বলেন, “আমরা তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই শান্তিচুক্তির আয়োজন করেছিলাম। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আসেননি। তবে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিকভাবে চুক্তি করেছেন, এটি আমরা সাধুবাদ জানাই।”

তিনি আরও জানান, “পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি যৌথ কমিটি করা হবে। ভবিষ্যতে কোনো ধরনের বিবাদ দেখা দিলে এই কমিটিই সমাধানের উদ্যোগ নেবে।”

অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুই কলেজের শিক্ষার্থীদের কোলাকুলির দৃশ্যও দেখা যায়, যা সমঝোতা ও বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে।

ওসি মাহফুজুল হক আশা প্রকাশ করেন, “এই শান্তিচুক্তি দীর্ঘস্থায়ী হোক, শিক্ষার্থীরা যেন আর কোনো বিবাদে না জড়ায়।”

এনএনবাংলা/