ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে আগামী ৯ জানুয়ারি থেকে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এছাড়া ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জানুয়ারি (রবিবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭ স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ছেড়ে বেলা ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে স্থানীয় সময় দুপুরে সাড়ে ৩টায় দুবাই পৌঁছাবে।
দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কাজ সম্পন্ন করতে যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা ও বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফ্লাইটটির টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।
—ইউএনবি

আরও পড়ুন
বন্ধ এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
অবৈধ ফোনে বছরে ‘রাজস্ব ক্ষতি ৬ হাজার কোটি টাকা’, এনইআইআর বাস্তবায়ন চান উৎপাদনকারীরা
মোস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ–ভারত টানাপোড়েন বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা