January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 15th, 2024, 8:55 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে ঈদযাত্রা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানবাহনের কিছুটা চাপ থাকলেও জট নেই। স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন বলে যাত্রীরা জানিয়েছেন।

কুমিল্লা দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামে পদুয়া পর্যন্ত কোথাও যানজট নেই বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এদিকে দাউদকান্দির গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সুয়াগরঞ্জ, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, আমজাদের বাজার, চিওড়াসহ অন্যান্য বাসস্ট্যান্ডগুলোতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, যানবাহন নির্বিঘ্নে চলছে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে জেলা পুলিশও।

যাত্রী জানান, যানবাহন বেশি হওয়ায় কিছুটা ধীর গতিতে চলতে হচ্ছে। তবে, কুমিল্লায় আজ যানজট নেই।

—–ইউএনবি