January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 24th, 2022, 2:09 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দম্পতিসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার ইলিয়টগঞ্চে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতিসহ তিন জন নিহত হয়েছেন। বরিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার ও শ্যালিকা সালমা আক্তার।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি থাকায় ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কে একটি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটি উল্টে রাস্তার পাশে খাদে পেড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন জনই ঘটনাস্থলে নিহত হন। লাশগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

—ইউএনবি