ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে একই রেল লাইনে দুটি ট্রেন আসার কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল দেড় ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একই রেললাইনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়েছিল।
জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস দাঁড়ানো ছিল। একই সময়ে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার চলে আসে।
ট্রেনের সহকারি চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে জরুরি ব্রেক ধরে ট্রেন থামিয়ে ফেলেন।
স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করেছে। কেন সেটা তিনি করলেন সেটা আমি জানিনা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিফ হোসেন সিকদার জানান, সৃষ্ট সমস্যার সমাধান শেষে সবগুলো লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এতে আটকে পড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
—-ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান