তিন দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়া।
সোমবার সকালে ঢাকা বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার সন্ধ্যায় শেষ হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরের ছবি সম্বলিত একটি অ্যালবাম তিনি সুলতানের হাতে তুলে দেন।
এর আগে শনিবার বিকালে সুলতান ঢাকায় আসেন। সফরের প্রথমদিন তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকসহ চারটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিতে সই করেছে।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক